মহামতি লেনিনের ১৫৩ তম জন্মদিনে, ২২ এপ্রিল সকাল ৯-৩০'এ ধরমতলায় লেনিন মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন পিডিএস-এর রাজ্য সম্পাদিকা অনুরাধা দেব এবং পিডিএস-এর রাজ্য নেতা বেচু দলুই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমেন সরকার, হারান বিশ্বাস, মীর টিপু সুলতান আলি এবং সব্যসাচি নস্কর।
19-Apr-2022
সর্বজন শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের সাথে একান্ত আলোচনায় অনুরাধা দেব।
01-Apr-2022
বাম বিকল্পের কথা বলা হচ্ছে অনেক দিন ধরে। তার বদলে 'নতুন বিকল্প বাম' শক্তি গড়ে তোলার ডাক উঠে এসেছে পিডিএসের সপ্তম রাজ্য সম্মেল"
বাম বিকল্পের কথা বলা হচ্ছে অনেক দিন ধরে। তার বদলে 'নতুন বিকল্প বাম' শক্তি গড়ে তোলার ডাক উঠে এসেছে পিডিএসের সপ্তম রাজ্য সম্মেলনে। মৌলালির স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে ওই সম্মেলনে আলোচনা করতে উপস্থিত ছিলেন কেরলের সিএমপি-র সম্পাদক সি পি জন, অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত। লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন সৌরীন ভট্টাচার্য।
তাঁদের আলোচনা এবং সমীর পূততুণ্ডদের আনা প্রস্তাবে বলা হয়েছে, বামেদের বিকল্প বাম; এই মনোভাব ছেড়ে সঙ্কীর্ণতামুক্ত, গণতান্ত্রিক বিকল্প বাম শক্তি গড়ে তুলতে হবে। কোনও একটি বাম দলের উদ্যোগে এই কাজ করা যাবে, এমন ভাবনার বাস্তবতা নেই। সমস্ত বাম শক্তিকে এই বিকল্প গড়ার উদ্যোগে শামিল করত সচেষ্ট থাকবে পিডিএস। সম্মেলন থেকে পিডিএসের রাজ্য সম্পাদক ও সভাপতি পদে ফের নির্বাচিত হয়েছেন অনুরাধা পূততুণ্ড ও সত্যেন রায়। গড়া হয়েছে ৮৫ জনের নতুন কাউন্সিল, ৫৭ জনের রাজ্য কার্যকরী কমিটি এবং ১৫ জনের রাজ্য সম্পাদকমণ্ডলী।
04-Oct-2021
উত্তর প্রদেশের লাখিমপুরে খিরিতে বর্বররোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ৪ অক্টোবর সংযুক্ত কিষান মোর্চার ডাকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে আপনিও সামিল হোন। কলকাতায় জমায়েত মৌলালী মোড়ে দুপুর ২টায়। - কৃষক ক্ষেতমজুর সংহতি সমিতি (কে কে এস এস)
- সমীর পূততুন্ড, সভাপতি
27-Sep-2021
২৭ সেপ্টেম্বর '২১, ভারত বন্ধের দিন কলকাতায় মৌলালী থেকে মিছিল শেষে ধর্মতলায় ডরিনা ক্রসিং-এ সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখছেন কে কে এস এস সভাপতি সমীর পূততুন্ড।